চাওয়া এবং পাওয়ার মাঝে তুমি দাঁড়িয়ে
শুরু করবে কোথা থেকে দ্বিধা-দ্বন্দ্বে পড়!

শীতের সকাল চারিদিকে কুয়াশায় ঢাকা
খুব ভোরে ঘুম ভাংগে গ্রামের বধূর  
নিত্য দিন কার অভ্যাস.......!

গার্মেন্টস শ্রমিক রাতের ডিউটি করে
ঘুম ভরা চোখে বাসা ফিরে পথে
খুব ভোরে শুন শান পিচ ঢালা পথ
পিছন ফিরে দেখে, একি ! সে কে?

গণতন্ত্রের চর্চা মানে মনের আকুতি এখন  
জনগণ, সমাজ, দেশ ও রাষ্ট্র ভাববার সময় কই
স্বার্থ সিদ্ধির বেড়াজালে নিজের চাওয়া কে
মানুষ প্রাধান্য দেয় !
তবুও মানুষ আশায় বুক বাঁধে যদি জনগণ,
সমাজ বা রাষ্ট্রের উপকার হয়।

স্বার্থ বড় খারাপ, মানুষ জিঘাংসায় মেতে উঠে,
স্বাভাবিক জ্ঞান বিলুপ্ত হয়, অহরহ অন্যায় করে,
অন্তরের চোখ কালো পর্দার ঢাকা পড়ে।

হঠাৎ আগমন ঘটে দেবদুতের, কাল-বৈশাখী ও
অগ্নি-স্ফুলিঙ্গে মত, সকল কিছু ধ্বংস করে
নতুন নির্মাণের পথে।

বন্ধু তোমার চাওয়ার মাঝে আমার চাওয়া থাকে,
অপেক্ষা কর, অপেক্ষা কর .............
আসবে..............!