ঘুট্ঘুটে অন্ধকার মুল ফট কে খিড়কি দিয়ে
ঘুমিয়ে আছে পাড়া।
গভীর রাতে কানে ভেসে আসে কড়া নাড়ে
অতনু বাড়ী তে আছো!
অঘোর ঘুমে মায়ার জালে বার মাস
বৃষ্টি পড়ে,
এখানে মেঘ গাভীর মত চরে
আকাশে তাকিয়ে সবুজ আগাছা
ঘরের কপাট চেপে ধরে কড়া নাড়ে
অতনু বাড়ী তে আছো!
হৃদয় ছুটছে দূরগামী দুরে
কষ্টের মাঝে ঘুমিয়ে পড়ি আমি
তন্দ্রা ঘুমে কানে ভেসে আসে কড়া নাড়ে
অতনু বাড়ী তে আছো!
আবোল তাবোল মাথায় ভর করে
ঘুমের মাঝে,
খড়গ হাতে তাড়া করে দরজায় কড়া নাড়ে
“অতনু বাড়তে আছো”।