কিছু কিছু ঘটনা মনের মন্দিরে বসে থাকে,
সত্য আর মিথ্যার নাগর দোলায় মনকে বিচলিত করে!
সিদ্ধান্ত নিতে বিভ্রান্ত করে।

তবুও জীবন চলতে থাকে কারো বাধা মানে না
সৃষ্টির গতি বাধা গ্রস্ত করে মানুষ বিভিন্ন উৎসবে
মেহমান দারী থেকে শুরু করে পরস্পরের ধর্ম পালন,
অসংখ্য জীব হত্যা।

কিন্তু কেন! সৃষ্টি কে ধ্বংস করে সুখ ও শান্তি পেতে হয়
তবে সেই সুখের মাহাত্ম্য কোথায়!

পৃথিবীতে যা কিছু আছে, সকল জীবের স্বাধীন ভাবে
বেঁচে থাকার অধিকার আছে: মানুষের জন্য কি তা পারে!

সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে যদি অন্যকে হত্যা করে বেঁচে থাকতে হয়,
তবে সৃষ্টির গতি চলমান থাকবে কি করে ?

সৃষ্টির ভিতর মনোনিবেশ করে বেঁচে থাকা মানুষের কর্ম,
ধর্ম ও দায়িত্ব কর্তব্য হয়।
তবে লোভ-লালসায় যারা পথ ভ্রষ্ট তারা সকলে অপরাধী!
তাহলে তাদের জন্য দণ্ড নির্ধারণ করা উচিত ?