মানুষ হয়ে জন্ম আমার শুকরিয়া জানায় খোদায়
সৃষ্টির সেরা জীব আমি,
ধরায় এসে পড়ে গেলাম মিথ্যার গোলক ধাঁধায় ।

সময়ের সাথে সাথে বদল হয় যে মন
চারিদিকের পরিবেশ আঁষ্টে-পিষ্টে জড়িয়ে যায় ক্ষন
চাওয়া পাওয়া বদলাতে থাকে সারাক্ষণ,
তবে বদলাতে চায় না আমি!

যে নামে ডাক না তুমি আমায়
আমি মানুষ হয়ে ফিরে আসতে চাই ধরায়
কখনো তোমার প্রেয়সী হয়ে, কখনো ফুল আবার
কখনো পাখি হয়ে হৃদয়ের আঙিনায়।

ধরিত্রীর রঙ্গমঞ্চে কতই না রং’র খেলা
খোলস পরা মানুষের মাঝে অভিনয় টাই হলো খেলা
অভিনয় যতই কর, ভুলে যেয়ো না মানুষ তুমি!
মানবতা সভ্যতার জয়গান তোমারই দায়িত্ব।