শূন্যে আমার জন্ম, শূন্যে যাবো ফিরে
হাজার মানুষের ভিড়ে শূন্যতা আমায় ঘিরে,
বুকের ভিতর না বলা কথা অন্তর ক্ষরণে ঝরে।

সাদা মনে কাদার প্রলেপ লাগিয়াছে কে ?
দূর থেকে হাসছে দেখো মনের আনন্দে,
দ্বিধাহীন মন ভাগ্য যেমন পেয়েও না পায় মন।

মন যে আমার বিদ্রোহ করে, হয় যে আবেগ প্রবণ,
ইচ্ছে তরী ভাসিয়ে দিয়ে জলে ঢেউ-এ ঢেউ-এ
ভিড়ে যায় কুলে।

বেহায়া মন করে জ্বালাতন, শুনে না কোন বারণ
ভালবাসায় পাগল আমার মন, চোখে পড়ে না
অন্যায় কোন আচরণ।

অবজ্ঞা করেছো আমায়, দোষ নাই তাতে তোমার !
বিরহ আমার বড় ভাল লাগে অন্তর পুড়ে হয় অঙ্গার,
নীরব আর্তনাদ দু’নয়ন জলে ভরে উঠে!

দেখিলে না কোন দিন, বুঝিলে না এক বার, আমি
যে তোমায় বড্ড ভালবাসি!
এসেছি একা শূন্যে হাতে যাবো ফিরে একা !
রইল হৃদয়  ফাঁকা !