প্রতিদিন ঘুম থেকে জেগে দেখি নতুন পৃথিবী
মানুষের প্রেম ভালবাসা বিশ্বাস জেল খানায় বন্দি
স্বার্থ লোভ-লালসা ক্ষমতা একে অপরের প্রতিযোগী!
আজ যা দেখি কাল তা বদলে গিয়ে নতুন কিছু..........
সমাজের কিছু লোক বিত্ত বৈভব প্রাচুর্যের পাহাড় গড়ছে
আর বেশির ভাগ লোক দু’বেলা দু’মুঠো খাবারের জন্য
জীবন পন লড়াই চালিয়ে যাচ্ছে !
ক্ষমতা ধর লোকেরা ভাল মানুষের খোলস পরে নব্য স্বৈরাচার
যুদ্ধ লাগায় দেশে দেশে, তারাই আবার মানবতার মায়া কান্না করে,
বাক-স্বাধীনতা, মানবাধিকার নিয়ে জন সম্মুখে বুলি আওড়ায়
দোসর রা জন সভা, সেমিনার, সিম্ফোজিয়াম করে বেড়ায় !
সবুজ মাঠ, ধান ক্ষেত, অপূর্ব বৃক্ষ রাজি, মানুষের ভালবাসা
স্নেহ মায়া মমতা ফুল ফল পাখিদের কোলাহল সব কিছু ধীরে
ধীরে প্রকৃতির মায়া ছেড়ে বিদায় নিচ্ছে যুদ্ধ বাজ দের জন্য।
অবাক হয়ে দেখি, ভাই’র হাতে ভাই খুন, জন সম্মুখে নারী
ধর্ষিতা হচ্ছে, এক জনের জমি অন্য জন দখল করছে,
সব কিছু যেন প্রতি হিংসার আগুনে জ্বলছে।
এ কোন পৃথিবী দেখছি আমি
আর কত কি দেখতে হবে অসহায়ের মত জানি না !