ভাগ্য আমার নিয়ে গেছে তোমার দ্বারে তুমি কি!
আমায় ফিরিয়ে দিতে পারবে!
আমরা মধ্য বয়সে এসে দাঁড়িয়েছি,
যৌবনের চাওয়া-পাওয়া ছিল অনেক কিছু,
তোমার রূপ যৌবন দেখে পাগল হয়নি এমন কেউ
আমার জানা নেই।
তখন তোমার ব্যবহার ব্যক্তিত্ব তোমার চাওয়া-
কোনটার সাথে মিল ছিল না আমার,
কিন্তু তোমাকে আমি ভালবাসি, বেসেছি নিজের মত করে,
যা কোন দিন তোমায় বলা হয়নি,বলতে সাহস হয়নি।
কিন্তু তোমার খোঁজ রাখা থেকে কখনো বিরতি পড়েনি,
তোমার ভাল বিয়ে হয়েছিল ! অনেক কারণে তুমি একা,
তোমার স্বামী তোমাকে ছেড়ে গেছে কেন ! কি বিষয়,
আমি জানতে চায় না,
তোমায় আজও প্রথম দিনের মত হৃদয় দিয়ে ভালবাসি।
সেই যে দেখে ছিলে ছাত্র জীবনে ঐ রকম একই রয়ে গেছি
আমি সব কিছু মেনে নিয়ে তোমার সাথে থাকতে চাই,
যদি তুমি ইচ্ছা প্রকাশ কর! আমি যে ভীষণ ভালবাসি তোমায়।