মনের ভিতর স্বপ্ন গুলো বার বার ঘুরে আসে,
ছোট বেলায় দেখেছি ক্ষণে ক্ষণে!
বড় হয়ে স্বপ্ন পুরনে এলাম বিদেশ বিভুঁইএ;
টাকা পয়সা আছে, ধন-দৌলত আছে,
কিন্তু অনেক কিছুই নাই তাতে।
মানুষ জনের অভাব নাই, সবাই তারা
বানিজ্যিক, ভালবাসার দেখা নাই,
প্রেম তো বহুদূর।
সবাই আমায় তাকিয়ে দেখে, গল্প করার
কেউ নাই।
পরদেশী আমি এখানে মায়ের গন্ধ নাই,
সবুজ ফসলের মাঠ, সরিষা ফুলের হলুদ রং,
কাদা মাটির সোঁদা সোঁদা গন্ধ ,
পাওয়া যায় না আর!
বাল্যকালের সবুজ ঘাসে খালি পায়ে হাঁটা,
শীত কালে খেজুরের রস, গরম কালে পান্তা ভাত,
কাঁচা-মরিচ আর পিঁয়াজ দিয়ে মাখা ভাত,
আরো কত কি চাওয়া!
দেহ আমার বিদেশ বিভুঁইএ,
মনটা দেশ মায়ের কোলে, বাংলা মাকে বড় ভালবাসি।