কেন, তোমরা আমায় বিশ্বাস করো না
কেন তোমারা আমায় কাছে টেনে নেওনা।
আমি তো তোমাদের লোক,
তোমাদের সমাজে আমার জন্ম, বেড়ে উঠা।
কেউ তো জানে না আমি গোপানে আঁতাত করি,শাষকদের সাথে,
তোমাদের গোপন সন্ধি জানিয়ে দেই তাদের,
কেউ তো এসব জানে না।
তবে কেন তোমরা আমাকে তোমাদের লোক ভাবতে পার না!
সত্যি বলছি আমি তোমদের লোক!
আমি ঘৃর্ণা করি সমাজের এই বিভেদ, ছোট বেলা থেকে, অনাহারে,
অর্ধ-পেটা খেয়ে, দুঃখে, কষ্টে ও অত্যাচারে বড় হয়েছি!
সত্যি আমি বদলে গেছি, দালালী করা, বেঈমানী করা,সত্যকে মিথ্যা বলা,
সব কিছু ছেড়ে দিয়েছি!
তবে কেন, তোমরা এক বারও আমাকে ভালবাসনা।
আমাকে একবার বিশ্বাস করে দেখ, এ সমাজকে দুমড়ে মুচড়ে
নতুন করে গড়তে হবে!
থাকবেনা কোন উচু-নিচু, থাকবে না কোন বিভেদ,
তোমরা আমাকে এক বার বিশ্বাস কর, আমি তোমাদের লোক!,