কোমর ধরে দাঁড়িয়ে আছে বল্টু হাঁদারাম
সবাই মাঠে খেলায় ব্যস্ত, বল্টু করে আরাম,
মা বাবার আস কারাতে শরীর হয়েছে হাতির দম,
জীবন মনে হয় আসে যায়!

পড়ার টেবিলে ঘুমায় ভাল পড়া বহুদূর
মাস্টার মশায় ডেকে মরে নাকে বাজে সুর
মা তার সাজু গুজুতে ব্যস্ত, সময় কোথায় তার !
বিরক্ত হয়ে বলে উঠে থাক না মাস্টার ভাই।

ছেলে আমার বড় ক্লান্ত খেলায় ছিল ব্যস্ত,
ঘুমের যদি ব্যাঘাত ঘটে হয়ে যাবে রুষ্ট!
পড়ার কথা বললে তাকে আসমান ভেঙ্গে পড়ে
তাই তো বল্টু পড়ার টেবিলে ঘুমে থাকে ব্যস্ত ।

অনেক সাধনায় পেয়েছি তাকে,
বিধাতা দিয়েছে আমায়, সাত রাজার মানিক ধন
সে তো আমার জান!
খাওয়া পরার অভাব হবে না বাপের যা আছে
পরীক্ষার সময় লিখে দিবেন, মাস্টার মশায়,  
আমি শুধু এই টুকু চাই।