প্রতিদিন প্রাতঃ ভ্রমণে সঙ্গী আমার ছায়া
আমি হাঁটলে সেও হাঁটে সঙ্গ ছাড়ে না
কথা বললে শ্রোতা ভাল পায়ে পায়ে হেঁটে চলে,
দুঃখ থাকে না।

শীতের সকাল শিশির ভেজা, দুর্বা ঘাসে মুক্তর দানা,
খালী পায়ে হাঁটলে মনা, তরঙ্গ খেলে দেহের অজানা,
হিমেল হাওয়া করছে আনাগোনা, ছুটছে পথিক নিজেও
জানে না!

বিপদ যখন পিছু নেয়, হতাশা তখন গিলে খায়,
সিদ্ধান্ত নিতে দোদুল্যমান অন্য জনের দারস্থ্য হই,
প্রাতঃ ভ্রমণ সামনে আসে নিজের বুদ্ধি হারিয়ে যায়।

নিঃসঙ্গ হাঁটতে থাকা সময়ের ছায়া বিড় বিড় করে,
পরিচিতি কেউ শুনে ফেলে!
এই ভয়ে এদিক-ওদিক তাকাই,  
তারপরে আবার ব্যস্ত হয়ে পড়ি প্রাতঃ ভ্রমণ।

প্রাতঃ ভ্রমণ শেষে একে অপরে দ্রবীভূত হয়ে পড়ি,
ঘরে ফিরি এক সাথে।