বিজয়ের তিপ্পান্ন বছর নিশানা উড়ছে, উড়তে দে-
স্বাধীন দেশের নিশান উড়ছে, উড়তে দে-
আত্মক্ষরনের নিশান উড়ছে, উড়তে দে-
আমি খুব কষ্টে আছি,
বর্তমান বাংলার দুর্নীতি ভাণ্ডার দেখে
আমি খুব কষ্টে আছি,
বর্তমান বাংলার জনগণের সহবত হীন দেখে
আমি খুব কষ্টে আছি,
বর্তমান বাংলার স্বাধীনতা রূপ দেখে
আমি খুব কষ্টে আছি,
বাংলার নারীদের নিত্য দিন ধর্ষিতা হতে দেখে
আমি খুব কষ্টে আছি,
বাংলার জনগণের রাজনৈতিক প্রতিহিংসা দেখে
আমি খুব কষ্টে আছি,
স্বাধীন বাংলার পতাকার অসম্মান দেখে
আমি খুব কষ্টে আছি,
বীর সন্তান মুক্তিযোদ্ধাদের না খেয়ে মরা দেখে
আমি খুব কষ্টে আছি,
দেশ মাকে রক্ষা করতে পারব কিনা ভেবে
আমি খুব কষ্টে আছি,
মনের ভিতর অনেক প্রশ্ন কাউকে বলতে না পেরে।
আমি খুব কষ্টে আছি।