হাওয়ায় যেমন পাখি ভাসে
পাখা মেলে উড়ে আকাশে,
তেমনি আমি ভাসি আবেগে !

আমার যদি থাকতো দুটি ডানা
পাল্লা দিতাম পাখির সাথে,
ঘুরে দেখতাম পৃথিবী টা।

প্রজাপতির দুটি ডানায় একেঁ
দিতাম আল্পনা, সবাই মিলে
দেখতো তাকে করতঃ মনে কল্পনা।

মৌমাছি হতাম যদি,
ফুলে ফুলে খেতাম মধু,
সঙ্গে থাকতো অঞ্জনা
ভালবেসে পুষ্প দামে রাণীর হতো গঞ্জনা।  

পনি যদি হতাম আমি,
অগ্নি ধারায় ছুটে যেতাম,
গোধুলী আলোয় হারিয়ে যেতাম ভুবনে,
লাগাম ধরে ছুটতো মনিব পিছনে!

হতাম যদি পানি জাহাজ,
ভেসে যেতাম সমুদ্রে,
মাছের সাথে দেখা হতো,
যুদ্ধ করতাম হাঙ্গড়ে,
বুঝিয়ে দিতাম আমি কে ?