সূর্য কে ঢেকে ফ্যালে মেঘের চাদরে
অন্ধকার নেমে আসে দিনের আলোয়
ভাগ্য বিধাতা হাতড়ে মরে অন্ধকারে
জন্ম আমার পথে তাই হলাম পথ শিশু !
পথে জন্ম পথেই হলো বসবাস
এক বেলা খেয়ে অন্য বেলায় উপোষ
তাতে অন্য জনের কি আসে যায়
অসহায় তারা পরিবার নাই তাদের ।
কি রোদ কি মেঘ-বৃষ্টি কি ঝড়
পথ শিশুর ওরাই আপন ওরাই পর
ফুটপাত মকমলের বিছানা বৃষ্টির জল অমৃত
পথচারীর পায়ের ধুলো হলো আর্শিরবাদ !
জন্ম থেকে জ্বলছি আমি জ্বালার আর বাকী কি
ওরা দুরে থেকে উঁহু আহা করে কাছে আসে না
ঘরে ওদের জন্ম বলে ওরা ঘরের শিশু
একই বাবার জন্ম আমার হলাম পথ শিশু !