বাড়ীর বারান্দার গ্রীলে বাবুই পাখি বসা
এদিক সেদিক দেখছে..............
কি যেন আতংক তাড়া করে ফিরছে
নাকি কোন নিরাপদ আশ্রয় খুঁজছে!
এই বিশাল পৃথিবীতে সকলের বেঁচে
থাকার সমান অধিকার আছে। আমি
মানুষ নই, তোমাদের মত কথা বলতে
পারি না। কিস্ত মনে রেখো আমরাও
আমাদের ভাষায় কথা বলি!
জান ! আমি আমার তাল গাছের ঝুলানো
ঘরে খুব সুখে ছিলাম, আমার প্রতিবেশী
ও সংসার ছিল! কোন ভয় বা আতংক
ছিল না। সুখে বসবাস করছিলাম।
হঠাৎ একদিন গাছ খেকো, পরিবেশ খেকো
মানুষের দল রাস্তার পার্শ্বের সব তাল গাছ
কেটে ফেলেছে! কোথায় আমার সংসার
কোথায় প্রতিবেশী কোন সন্ধান নাই।
আজ এখানে তো কাল অন্য কোন খানে
ঘুরে বেড়াচ্ছি।
গাছ, পাহাড় কেটে, নদী নালা ভরাট করে
প্রকৃতির স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে যাচ্ছে,
ধ্বংস হচ্ছে পরিবেশ, জীব জানোয়ার বিলুপ্ত হচ্ছে।
হয়তো এই ভাবে চললে আমি একদিন বিলুপ্ত হয়ে যাবো।