জন্ম আমার আজন্ম পাপ,
যদি ছাগল কিংবা গরু হয়ে জন্ম নিতাম
জন্ম নিতাম বিড়াল কিংবা কুকুর হয়ে,
হয়ত মানুষের ভালবাসা পেতাম !
পশুকে মানুষ ভালবাসে, ভালবাসে পাখি কে
বিড়ালের প্রতি মায়া বসে, ভালবাসে কুকুর কে
মানুষ হয়ে জন্ম নিলাম পেলাম না নিঃস্বার্থ ভালবাসা।
যাকে বলতে পারি মনের দুঃখ, আবেগ গুলো,
গোপন কথা গুলো জমা রাখতে পারি !
বিশ্বাস করেছি যাকে ঠকেছি তাতে, স্বার্থের কারণে
বাহবা, অভিনন্দন পেয়েছি জগতে!
পায়নি ভালবাসার মানুষ, প্রয়োজন ছাড়া ভালবাসবে
ভালবাসার পশু পাখির ঘর থাকে,
ভালবাসার মানুষ থাকে, আমার নেই কিছুই !
আমি একা শুধু একা।