বৈশাখের রাগিণী জ্বলে উঠেছে প্রভাতে
তপ্ত রোদে একাকী পথচলা, রোদের প্রখরতা
তাড়িত করে জীবন, মেহগনির বাগান
কোথাও হাওয় বাতাসের দেখা নাই।
এই উজ্ঞতায় কৃষাণ-কৃষাণীর মাঠে কাজে ব্যস্ত
ভ্যাপসা গরমে গা বেয়ে ঘাম পড়ে ধরায়, তবুও
মুখে হাসি, উজ্জ্বল চেহারা, বিন্দুমাত্র মলিনতার
ছাপ নাই, এ যে তাদের জীবন!
রৌদ্র বৃষ্টি ঝড় কে উপেক্ষা করে মাঠে ফসল ফলায়
তবুও দু’বেলা পেট পুরে খেতে পারে না,
মুক্ত বাজার অর্থনীতিতে প্রতিযোগীতায় তারা পিছিয়ে পড়ছে!
টালি খাতায় প্রতি বছর লস লিখতে লিখতে পাতা
ভরে গেলেও তারা চাষাবাদ বন্ধ করতে পারে না।
প্রতি বছর আশায় বুক বাঁধে!
লস হলে বিধাতার উপর দোষ চাপিয়ে নিজে সান্ত্বনা খুঁজে।
দিন যায় রাত আছে আশায় থাকে মন,
যদি সময় অনুকূলে আসে কখনো, এই ভাবে কেটে যায়
আমাদের দিন-রাত্রি।