বাতাসে মানুষের পোড়া গন্ধ
চারিদিকে বাঁচার জন্য আত্ম-চিৎকার, আর্তনাদ
নো-পুংশের দল আগুন লাগিয়ে তাণ্ডব করছে!
আইনের লোক দু’হাত দুরে দাঁড়িয়ে ভূমিকা
সন্দেহ জনক, দিন মজুর খেটে খাওয়া মানুষ
গুলোর ঘর-বাড়ী আগুনে পুড়ে ছাই হচ্ছে,
রাতের আধারে আগুনের লেলিহান শিখা উর্দ্ধমুখী
কুণ্ডলী পাকিয়ে পাকিয়ে উঠছে!
শকুনের দল বিষদাঁত বের করে হাসছে, অপরাধ
তারা অন্য ধর্মের লোক, তারা রক্ত মাংসের মানুষ
নয়, তাদের প্রেম ভালবাসা ধর্মের আরাধনা করতে
বারন!
আর আমরা যারা আসল ধর্মে বিশ্বাসী স্বর্গের জন্য
আরাধনা করি, ধর্মের জন্য সকল কিছু করতে পারি,
প্রয়োজনে মানুষ বা অন্য ধর্মের লোক খুন করতে
বাড়ী ঘর জ্বালিয়ে দিতে পারি! তাতে আমাদের
পাপ হবে না বরং পুণ্য অবধারিত।
কে কি ধর্মের বিষয়ে বলল বা করল তাকে শাস্তি বা
জবাবদিহি তায় না এনে নির্দ্বিধায় একটি গুষ্টি বা গ্রাম
কে জ্বালিয়ে দিয়ে ধর্ম রক্ষা করলাম,
ঐ মানুষ গুলোর জান-মালের তোয়াক্কা না করেই!
এই হলো আমাদের ধর্ম।