অন্ধকারে আলোর রেখা ঘুরছে দেখ আঁকা বাঁকা
অনঘ শিশুর জন্ম ধরায় দেশ-মা খুঁজে শান্তির পথ
অমানুষের নৃশংস থাবায় সমাজ আজ কলুষিত
হরদম ঘটছে অসামাজিক কাজ, খুন, ধর্ষণ, হিংসা,
আইনের চোখে পট্টি বাঁধা জনগণ হচ্ছে দিশে হারা
পত্রিকা খুললে নেগেটিভ খবর, টিভি খবরে কষ্ট হয়
বন্ধুদের সাথে আলাপ করলে মনের কষ্ট মনে রয়
ডিজিটাল এই সময় ক্ষণে ক্ষণে মানুষের মনুষ্যত্ব বদ্লায়
গুটি কয়েক হারামজাদা দেশের মানচিত্রে মারছে থাবা
সংখ্যা গুরু মানুষেরা সম্মিলিত ভাবে রুখবে তারা
সমাজের নেতৃত্বে যারা হিংসা বিদ্বেষ কুট চালে ভরা
রাজনীতির নোংরা খেলা পেশি শক্তির চর্চায় তারা
ক্ষমতার লোভে অন্ধ তারা অনিয়ম কে নিয়ম করা
মনুষ্যত্ব মানবিকতা অন্যায় অবিচারে বন্দী সারা
সমাজে তারা ভাল মানুষ ভিতরে ভিতরে অমানুষ
সব অন্যায়ের শেষ আছে রাতের পর দিন আসে।