চোখের পর্দা ঝেড়ে ফেলে
মনের দ্বন্দ্ব সরিয়ে রেখে,
পথের বাঁকে পথ হারিয়ে
হলে তুমি এত অন্ধ ?

মন গড়া স্বপ্নের কথা পেড়ে
হঠাৎ দিলে তোমার জানালা
বন্ধ করে!

একটু যদি দাঁড়িয়ে যেতে
খুব বেশী কি ক্ষতি হতো!
একটু না হয় হালকা হতো
অন্য কারোর বুকের কষ্ট।

উথাল পাথাল সমুদ্রের ঢেউ
মনের ঘোড়া ছুটছে ঐ
ঢেউ’র পিঠে ঢেউ’র নাচন
দুরে কোথাও হারিয়ে যায়।

রাতের আঁধারে জোনাকি যদি
জ্বালত একটু আলো,
একটু হলেও মুছে যেতো
বুকের ভিতর তুষের আলো।