যুক্তিহীন তোমার অভিযোগের পাহাড়
ঠিক একদিন আমি অতিক্রম করব,
তোমার সন্দেহের বিষাক্ত নীল সাগর
কোন এক দিন অবলীলায় পার হয়ে যাবো!
দেখবে একদিন মেঘ মুক্ত আকাশে সপ্তর্ষি
মন্ডলের মতই উদ্ভাবিত হবে কঠিন সত্য!
সেদিন অবসান হবে অযৌক্তিক সন্দেহের তীর
সেদিন তোমার ভুল ভাঙবে আমার বিশ্বাস,
অন্তর দহনে পাগল হয়ে উঠবে তুমি!
ফুলের সাজি নিয়ে অন্তর বিষাদে অপেক্ষার
প্রহর গুনবে তুমি।
নিত্যদিনের অবহেলা, সন্দেহের তীর, বিদগ্ধ হৃদয়
নিয়ে চলতে চলতে হাঁপিয়ে উঠেছি..........!
হয়তো একদিন সবকিছুর অবসান হবে, তখন
আমি হয়ে যাবো নীল আকাশে তারা!
আমার বিশ্বাস তুমি রবে ধরণীতে, তোমার অহেতুক
সন্দেহের ঝাঁপি আর আকাশচুম্বী অযৌক্তিক
অভিযোগ সাথে নিয়ে.............!