একদিন তোমার ভুল ভাঙবে আমি জানি
মিথ্যা ভালবাসায় ক্লান্ত হয়ে আমাকে মনে রাখবে!
কিন্তু আবসুস সেদিন তোমাকে সান্ত্বনা টুকু দেয়ার
ক্ষমতা ও হয়তো থাকবেনা।

তোমাকে আর জড়িয়ে ধরতে পারব না
তোমার ভালবাসা অতীত হয়ে থাকবে
কারন, আমি এখন অন্যের হৃদয়ে, ইচ্ছা
করলেই তুমি আর এই হৃদয়ে জায়গা
করে নিতে পারবে না।

কারন, পছন্দের বৃষ্টিটাও অসময়ে ঝরলে
অপছন্দ মনে হয়!
আমি ভালবাসি তোমায় বলতে না পারার
জ্বরে ভুগছ ভাবছি, পাশে থেকেও এতদিন
বুঝতে পারলে না, এটাই বড় দুঃখ।