সংসারের নটকড মচকে গেছে
কিছুতেই নিরাময় হচ্ছে না-পরিবারের
কারো মন ভাল নেই!
স্বাভাবিক ভাবে চলাফেরা করা দায়
শুতে গেলে শুতে পারে না, এক একা
উঠতে পারে না, মরন পন কষ্ট হয়!
চিকিৎসা করা জরুরী!
ঘরোয়া চিকিৎসায় কোন উন্নতি নাই
বার বার মলম লাগিয়ে ও উপকার হচ্ছে না
হট-ওয়াটারের ছ্যাঁক দিয়েও কোন লাভ
হচ্ছে না, কড়া ডোজের ক্যাপসুল খেয়ে ও
ব্যথা সারে না।
পরিবারের সকলে ভীষণ চিন্তায় পড়েছে
সব কিছু এলো মেলো থমকে গেছে সংসার
বেড রুমে!
অর্থ-পেডিক্সএ ভর্তি করা হয়েছে শরীরের
অন্যান্য অসুখ বাসা বেঁধেছে!
একান্নবর্তী পরিবার আর নেই বললে চলে,
আমরা যা দু’চার জন কি ধরে রাখতে পারব!
জোড়াতালি দিয়ে কি ধরে রাখা যায়
সবাই নিজের চিন্তায় ব্যস্ত, ভবিষ্যৎ প্রজন্মের
জন্য যে ক্ষতিকর তা বুঝানো সম্ভব নয়!