শুণ্যে আমি ছিলাম ভাল শুণ্যে আমার ঠিকানা,
বিন্দু হয়ে মার্তৃ গর্ভে
একি হলো আজব কারখানা।
কারখানাতে তৈরী করে আজব কারিগর,
পানির উপর ভেসে বেড়ায়
মানুষ নামের যন্ত্রনা।
সময় হলে ভুবনে নামে সঙ্গে চার হাত পা,
গর্ভ খালী কি কপালী যত্নে রাখে মা।
সময় খুশির বান ডেকেছে পিতৃ কুলের ঘরে,
মায়ের গর্ভ খালী করে আশ্রয় নিলো কোলে,
দয়ার সাগর দয়াময় যাসনে কখনো ভুলে!
সময় হলে ফিরে যাবি দয়াময়ের কোলে,
এই জগতের ভাল মন্দ সঙ্গে যাবে চলে,
কৈয়ফত দিবে মুন্সিগিরি এ জগতের হাল,
পালিয়ে তুমি পার পাবে না শুণ্যেই হবে হালচাল।