এভাবে এ বছর মুষল ধারে বৃষ্টি হয়নি
একটানা পাঁচ ঘণ্টা ঘর আর বারান্দায় বন্দি হলাম,
বৃষ্টির ঝাপটা বারান্দার গ্রিল ভেদ করে ধেয়ে আসছে গায় !
মেঘের চাদরে সারা আকাশ ঢেকে আছে, পাশে কে আছে কে
যাচ্ছে ঘন বর্ষণে কিছুই দেখা যায় না।
মজার বিষয় ছোট বেলার কথা মনের আরশিতে উঁকি দিয়ে যাচ্ছে
বাদলের ধারায় সারাদিন দল বেঁধে ফুটবল খেলা কত আছাড় গেয়েছি
আবার উঠে বলের পিছনে বিরামহীন ছুটে চলা !
বৃষ্টি কমে আসায় সকলে মিলে স্বর্ণ মেয়ে দেবীর পুকুর ঘাট পুকুরে আবার
দল বেঁধে জলে ডুবা ডুবি খেলা, সেই মধুর দিনগুলি আজ বৃষ্টিতে ডাকছে !
মানুষিক ভাবে বৃষ্টির জলে ভিজে চলেছি কিন্তু শারীরিক ভাবে নয় !
বয়স, সময়, দেহ আমায় ধরে রেখেছে।
দিন যায় দিন আসে হারিয়ে যায় বাল্যকাল, কৈশোর, যৌবন এমন এক বয়সে
এসে দাঁড়িয়ে সবাই আমাকে কাকু, মামা, দাদু ইত্যাদি বলে ডাকে
আসলে কি মানুষ কখনো বুড়ো হয়!
এ বছরে এই ধরায় শুকনো ভাব নিমেষেই চলে গেল প্রকৃতি যেন ভালবাসায় আলিঙ্গন করেছে
গাছ পালা দালান কোঠা রাস্তাঘাট মাত্র গোসল করে পবিত্র হয়ে উঠেছে !
(কবিতাটি ১৫.০৯.২২ ইং তারিখে লেখা)