শীত কাল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে
মেঘলা আকাশ যেন তুষারপাত হচ্ছে
কর্মের তাড়া কিন্তু মনের ভিতর না যাওয়া ইচ্ছা!
অবশেষে বৃষ্টি উপেক্ষা করে গমন
রিকসার হুড উঠিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা,
ঘড়ির কাঁটা ছুটে চলছে বৃষ্টির জন্য অপেক্ষা না করে!
ছুটছি! আমি কত স্বার্থপর বৃষ্টি থেকে বাঁচার জন্য
রিকসার হুড উঠিয়ে বসেছি ঠাণ্ডা নিবারনের জন্য পরিপাটি।
রিকসার চালকও তো আমার মত মানুষ।
পাতলা ফিনফিনে শার্ট গায়ে বৃষ্টির জলে ভিজে একাকার,
কিন্তু পেটের দায়ে আমাকে বৃষ্টি থেকে আড়াল করছে!
ঘামের বিনিময়ে পয়সা উপার্জন,
কোন মতে দু’বেলা আধা পেটা খেয়ে জীবন যাপন করছে!
কেউ তাদের কোন দিন কোন প্রকার খোঁজ খবর রাখে না।
বাড়ী তে পরিবারের ছেলে মেয়েরা অপেক্ষায় আছে
বাবা বাজার নিয়ে আসবে!
রিকসার চালক সকলের ক্ষুধার্ত চেহারা দেখে কষ্টের কথা
ভুলে যায়।
হঠাৎ তাদের মুখে এক ঝলক হাসি, এই নিয়ে বেঁচে থাকা।