এখন আর আগের মত লোড নিতে পারি না
মনে হচ্ছে আমার বয়স হয়েছে
অথবা জীবন যুদ্ধে কেমন যেন খা মতি মনে হচ্ছে
দিনে দিনে যৌবনের দিন শেষ হয়ে আসছে।
মন আগের মতই আছে কিন্ত শরীর যে মানে না
শরীর তো আগের মত সাই দিচ্ছে না এটাই বুঝি নিয়ম
জন্মিলে মরিতে হইবে এ যে চিরন্তন সত্য কথা
এই ভাবে আস্তে আস্তে জীবনের অক্সিজেন শেষ হবে।
আমার আগে অনেকে গেছে, জানি না তারা কেন আছে
কি করছে ওখানে গিয়ে
মুসলিম হিসাবে বিশ্বাস, ভাল কাজের ভাল ফলাফল আর
মন্দ কাজের মন্দ ফলাফল অপেক্ষা করছে!
জ্ঞানত সৎ থাকতে চেয়েছি তার মাঝে ভুল তো আছে
অজানা ভুল তো জানার কথা নয়..............
ধর্ম কর্ম সঠিক ভাবে কতটুকু করেছি বলা মুশকিল
বিচারের সম্মুখীন হতে হবে সদা প্রস্তুত !
যাদের এ জগতে রেখে যাব তারা ভাল থাকলে
আমার জন্মের সার্থকতা আর ভাল না থাকলে
আমার মানুষ করার ক্ষেত্রে হয়ত কোন ঘাটতি আছে
নিয়তির উপর ছেড়ে দিলাম।