প্রকৃতির প্রেমে হয়েছি পাগল
বৃক্ষ রাজিরা মনের আনন্দে হয়েছে মশগুল
হিন্দোল দোলে দোলে মন শাখা প্রশাখায়  
পাহাড় পর্বত দাঁড়িয়ে আছে ঐ আকাশ করে চুম্বন!
বিধাতার এক অপূর্ব সৃষ্টি দৃষ্টি পড়ে মানুষের মন।
গোধুলী লগ্নে শঙ্খচিলের দল উড়ে যায় আকাশ জুড়ে,
বন-বাদাড়ের বুকে পাখিদের কলতান জয় করেছে
দিনের আলো, সন্ধ্যার আকাশ কে করেছে মগ্ন !
বৈকালিক প্রজাপতিরা উড়ে বাগানে ফুলে ফুলে,
রাতের আঁধারে জোনাকির জ্বলে, ঝিঁঝিঁ পোকার ডাক
প্রকৃতি যেন সাজে নতুন রূপে, গগনে পুর্নিমার চাঁদ,
তারকা রাজি স্বমহিমায় জ্বলে, কুয়াশা ভরা
ভোরের আলোয় শিউলি আর বকুল ফুলের ঘ্রাণে
চারিদিক ভরে উঠে! নিদ্রা-মগ্ন প্রকৃতি যেন জেগে
উঠে মোরগ আর পাখিদের ডাকে, ভোরের
আযানে মানুষের কর্ম-চাঙ্চল্য ফিরে আসে ধরায়।
ঋতুর ভিন্ন তায় প্রকৃতি সাজে নব নব সাজে।
বিধাতা যতদিন দেহে রেখেছে প্রাণ ভালবেসে যাব
প্রকৃতি দান !এইতো আমার পন!