আধুনিক সভ্যতা আজ বিশ্ব জুড়ে আই টি জগত খোলা
বুক তার খোলা, যে যা বলে ধরে রাখে তোলা।
ভাল কাজের সুনাম গুলো ছড়িয়ে পড়ে চারিদিক,
বুঝতে পারে সবাই ভাষা হয় না কোন বাধা।

সামাজিক যোগাযোগ সহজ এখন নাই কোন বাধা,
যেখানে সেখানে করা যায় ভালবাসা, প্রেম, আবেগ,
দেশপ্রেম তথ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ!

সচল ছবি, হাসি কান্না, চোখে দেখা যায় সব,
সব কিছুই আছে মুশকিল হলো ধরা যায় না ছুঁয়া যায় না
কথা বলা যায় না, বুকের ভিতর করে আনচান।

আধুনিকতার সাথে হারিয়ে যাচ্ছে সভ্যতা, সহবত,
লজ্জা বোধ, বেরিয়ে পড়ে গোপন নুংরামী, বেরিয়ে পড়ে
ভাল মানুষের মুখোশ পরা আসল রূপ।