যৌবন কালের পুরানো পাপ তাড়া করে ফিরে নিত্য দিন।
ঘুমতে গেলে শিথানে চুপ করে বসে থাকে
ঘুমের ব্যাঘাত ঘটায় অন্ধকার চারিদিক থেকে চেপে ধরে
আতংকের কথা তাদের চুপি চুপি বলি ।
একটি পুরানো পাপ হৃদয়কে কুরে কুরে খায়
মনের সব আনন্দ উচ্ছ্বাস ফিকে করে ফেলে
জীবনের পরতে পরতে আতংক মিশে থাকে।
জগত;দল পাথরের মত বুকের ভিতর চেপে আছে
শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়
হিম ছড়ি ঝর্ণার মত পাহাড় থেকে জল গড়িয়ে পড়ে মাটিতে
অবশেষে আশ্রয় নেয় সমুদ্রে !