অমাবশ্যার রাত ভরা নদী শুনশান পরিবেশ
বৈশাখ মাস রাতে অনবরত কোকিল ডাকছে,
মিষ্টি সুরে বউ কথা কও;
মন মাঝি উড়াল দিতে চায় অজানার পথে
জোনাকিরা জ্বলছে নিভছে মেঘের তারার সাথে
ঝি ঝি পোঁ কার ডাক, ব্যাঙ’র দল গত সুর
মনকে চার দেয়ালের মাঝে আটকে রাখা দায়।
পুবালী বাতাসে বাদাম তোলা নৌকা ভরা নদী
মাঝি মাল্লা রা নিশুতী রাতে নিজস্ব গন্তব্যে ছুটছে
দুর থেকে নৌকার টিম টিম আলো দেখা যায়,
ভাটিয়ালী গানের সুর ঢেউ’র সাথে ভেসে আসছে কানে
মনকে পাগল করে তোলে অজানা দিগন্তে।
পৌরাণিক গ্রাম বাংলার ঐতিহ্য বর্তমানে আর
পাওয়া যায় না, বিজলী বাতি গ্রামের বাড়িতে জ্বলে,
রাতের রূপ পাওয়া মুশকিল, তবুও গ্রাম আমার মা,
আমার নাড়ী, আমার ছোট বেলা জড়িয়ে আছে,
কখনই ভুলে যাবার নয়।
মন হারিয়ে যায় নদীতে গরু গোসল করানো,
সাঁতার কাটা, গ্রামের বধুর আট পোরে শাড়ী পরে
কলসী কাঁকে মেঠো পথ দিয়ে চলা। হাডুডু,
দাঁড়িয়ে বাধা খেলা, বৌ লুকানো ইত্যাদি!