ভালবাসি কথার কথা নয় .................. !
এই ধরিত্রী তে ভালবাসার মানুষ কোথায় পায়
এক নজর দেখে তোমায় আচমকা বলেছি ভালবাসি তোমায়
সেই বলা কাল হলো আমার হৃদয় ভেঙ্গে খান খান !
ছুটে চলা জীবনে আমার বাধা হয়ে আসেনি কেউ
স্বপ্নে ঘেরা মন চলার পথে এলো না কেউ ভালবাসার ছই.............
পাবার কথা না ভেবে বলে ছিলাম ভালবাসি তোমায়
সেই কথা যে এত দামী হবে হাড়ে হাড়ে টের পাচ্ছি এখন।
ব্যাকুল হয়ে খুঁজছি তোমায় দেখা যদি মিলে
সত্য কথা বলব তোমায় অভয় তুমি দিলে
হৃদয়ের ব্যাকুলতা বেড়ায় খেয়েছে ক্ষেত
প্রেমের মরায় মরেছি আমি হৃদয় জ্বলে শেষ।
ব্যাকুল মনের আকুল আবেদন ভালই যদি বাস
অন্যের হাত ধরে যেওনা দুরে আমার হাতটি ধর,
হৃদয়ের কুঠিরে রাখব তোমায় গভীর সযত্নে ।