আকাশে এই মেঘ, এই বৃষ্টি, ছাতার মত
ফুটে উঠে রোদ, বাড়ীর উঠানে হাসনা-হেনা
ফুল ফুটেছে মৌ মৌ গন্ধ চারিদিকে ছড়িয়ে
বিচ্ছিন্ন ভাবে মেঘ, বৃষ্টি, ফুলের গন্ধ জীবন
কে তাড়িত করে।

খেলাপী মন, ভাবে সাত সতের প্রেম, ভালবাসা,
যৌবন কি একই সূত্রে গাঁথা
ইচ্ছা করলে কি দমন করে রাখা যায়;
প্রকৃতি যেন প্রাকৃতিক নিয়মেই চলে আসছে।

বনশাই’র মত সমস্ত কিছু কেমন যেন ছোট
হয়ে আসছে, প্রযুক্তি যেন একান্নবর্তী পরিবার কে
ছোট পরিবারে পরিণত করছে,আবেগ, ভালবাসা,
প্রেম, যৌবন প্রযুক্তি তে বাঁধা।