দেশের হৃৎপিণ্ড দেশের শিক্ষিত মানব সম্পদ
দেশকে এগিয়ে নিয়ে যায় প্রকৃত দক্ষ জনগোষ্ঠীর
দেশ তখনই সমৃদ্ধি র পথে এগিয়ে যায়…………
যখন সুষ্ট পরিকল্পনা ও বাস্তব ভিত্তিক কর্ম পদ্ধতি থাকে
স্বাধীনতার সূচনা লগ্নে রক্তক্ষয়ী যুদ্ধের দামামা
দেশের জনগণ জীবন বাঁচানোর আতংকিত সারাক্ষণ
পাক হানাদার বাহিনী নিরস্ত্র নিরীহ মানুষকে হত্যা
নারী নির্যাতন, ধর্ষণ মানবতা বিরোধী কর্মে লিপ্ত
বাংলার জনগণ শপথ নিয়েছিল স্বাধীন ভূ-খন্ডের
বঙ্গবন্ধু জেলে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে
হানাদার বাহিনী ছলে বলে কৌশলে বাংলার ভূমি দখল ।
কিন্তু বিধি বাম মৈত্রী বাহিনী র কাছে আত্মসমর্পণ
দেশীয় দালাল রাজাকার আল বদর আল শামস বাহিনী র
যোগ সাজ সে চৌদ্দ ডিসেম্বর বাংলার বুদ্ধিজীবী নিধন
ষোল ডিসেম্বর দেশ স্বাধীন হলেও মাথা তুলে না দাঁড়ায়
আজ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে
বাঙ্গালী কে দাবিয়ে রাখতে পারেনি
বঙ্গ বন্ধুর কথা বাঙ্গালীকে দাবিয়ে রাখতে পারবানা
অগ্রযাত্রা চলবে চলবে!