সারা বিশ্বে মাটির শরীর তপ্ত গরম হয়ে গেছে
দাঁড়িয়ে থাকা দায়!
মাটি কাঁপে হৃদয় কাঁপে, কাঁপে আমার হিয়া
পা ও হৃদয় পুড়ে ফোসকা উঠেছে
চোখের সামনে দুনিয়া পুড়ে ছাই হচ্ছে !
ক্ষমতার মোহে মানবতা বিবর্জিত,
ছুটছে নেতা কে মরল কে বাঁচল ভাবার সময় নাই
ক্ষমতা থাকবে ধনী দেশের নেতার মতে, বাণিজ্য
গরীব উন্নয়নশীল দেশের নেতারা চোখের ইশারায়
উঠবে বসবে আর নির্দেশ পালন করবে।
হাতের মুঠো থেকে কেউ বেরিয়ে গেলে তাদের
মাথা বিগ্ড়ে গিয়ে স্নায়ু যুদ্ধ শুরু করে!
পৃথিবীতে ছড়িয়ে পড়েছে ক্ষমতার লড়াই
নিজের ভাইকে নিজে মেরে ক্ষমতায় বসে !
ওঁৎ পেতে বসে থাকে ধনী দেশের নেতা,
গোলা বারুদ, বোমা, কামান দাগায় নিরীহ মানুষের উপর
পায়ের তলার মাটি উনুনের মত তপ্ত লাল,
শরীর ঝলসে যায়, নিজে গর্ব বোধ করে অপর দিকে
প্রিয় জন হারানোর আর্তনাদ ছড়িয়ে পড়ে চারিদিকে,
শুনার কেহ নাই, সবাই লিপ্ত ক্ষমতার মোহে।
সর্বনাশা পৃথিবীর মানুষ আজ অরক্ষিত নিরাপত্তা হীনতায়,
দুঃসহ অন্তর যন্ত্রনা নিয়ে বেঁচে আছে, আগামীর পথে চেয়ে!