ঘুমে আমি অবচেতন স্বপ্ন দেখি বার বার
মরে গিয়ে বেঁচে আছি পৃথিবী দেখব থেকে দুরে,
সূর্যের আলো ঠিকরে পড়ে তোমার অবয়বে!
মেঘদুতের দুৎতালী আকাশ করে খালী
ভৈরবী সুরে বাজে মৌমাছির গুনঞ্জলী
হৃদয় ছুটে মনের আগে বলব মনের কথা
সময় যদি থাকে তোমার একটু দাঁড়া
চলে গেছে সময় অনেক না বলা কথা।
গাংচিল উড়ে আকাশে বিপদের বাহন
হঠাৎ জীবনের ঘূর্ণিঝড়ের উলোট পালোট
করে মন, জলোচ্ছ্বাসে পানির জোয়ার
উর্দ্ধ গগনে ধায়, গ্রামের মানুষ জীবন
বাঁচাতে ছুটা ছুটিতে রয়।
জীবনের সাথে যুদ্ধ করে গাং পাড়ের মানুষ,
মাছ ধরা প্রধান পেশা দরিয়ায় তাদের খায়!
বাহির থেকে সহমর্মিতা কাজের বেলায় নাই।
প্রকৃতির সাথে খেলা করে প্রকৃতির দয়ায় বাঁচে,
এই ভাবে চলছে জীবন এই ভাবে থাকে!