জীবনের প্রয়োজনে প্রতিদিন পথ চলি
আসতে যেতে তাকিয়ে দেখি,
পথের দুই ধারে নাম না জানা বন ফুল
লাল, নীল, কমলা, সাদা,
ইত্যাদি ফুটে আছে পথের দু’ধারে !
মালিক নাই, মালি নাই কোন প্রকার পরিচর্যা নাই
তবুও হাসি মুখে ফুটে আছে গাছে !
সবার নজর এড়িয়ে যায়,
কোন দিন দেখি নাই কোন রমণীর খোপায়,
কোন দিন দেখি নাই অর্ঘ সাজিয়ে তোমায়
অবহেলায় অযত্নে কুঁড়ি আসে ফুল ফুটে আবার ঝরে যায়,
দিব্যি কেটে যায় একটি জীবন!
ধরণীতে স্বার্থপর মানুষদের চেনা হয়ে গেছে তোমার
সত্যি বলছি আমি নিজেও কখনো খেয়াল করিনি আগে
কখনও পায়ের তলায় পিষে এগিয়ে গেছি সামনে!
তবে শোন, এবার ভেবেছি আমাকে চেনাতে তোমাদের
তুলে নিয়ে আসব ড্রয়িং রুমের ফুলদানী তে সাজাতে
কোন একদিন....................!