হৃদয়ে আমার উঞ্চধারা শুধু ধুধু বালুচর
ভালবাসার অনলে জ্বলে ভস্ম হৃদয় খানা
আশায় আশায় বুক বেঁধেছিনু
সকাল দুপুর সন্ধ্যা বেলা সবই মিছে ছলাকলা !

ধুব্বা ঘাসে শিশির বিন্দু রোদে ঝলমল
দূর থেকে আনন্দ ভরে হৃদয় করে টলমল
স্বপ্ন ভরা আঁখি যুগল উচ্ছ্বাস ভরা মন
সময়ের গর্ভে শুকিয়ে গেল শিশির ভরা জল ।

স্বপ্নের মাঝে স্বপ্নর দ্বন্দ্ব বাস্তবে মিলানো ভার
বাস্তবের খড়গ দিশেহারা স্বপ্ন পালাবে কোথায় বল
হাজারো লোকের মতামত কেন্দ্র বিন্দু রয়ে যায় ফাঁকা
সলতে তাদের নিভু নিভু ক্ষমতার উল্টো চাকা ।

চলছে এখন লুট পাট ধর্ষণ অগ্নি-সন্ত্রাস বল্গা হীন
৫ আগস্ট’২৪ পর কত তাজা প্রাণ ঝরে গেল নেই তার হিসাব
বৈষম্য হীন নেতারা করে নিত্য দিন উল্লাস এ কেমন বিচার।