বর্ণ
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৭-১১-২০২২ ইং

স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ লেখা
ডাইরির পাতায়,
সহজ সরল শব্দ বানাই
মনের যতো আশা।

ভাঙা গড়া শতো স্মৃতি
আবেগ ঘন কথা,
স্বপ্নে ঘরে জ্যোৎস্না নামে
তৈরি নতুন রেখা।

জোনাকি আলো দিয়ে যায়
বাবুই পাখির বাসায়,
বহু বছর পরে আবার
গোলাপের ফুলশয্যায়।


রাত জাগা অনাথ  শিশু
এক অমৃত সুধায়,
আসবে তুমি দিবে ধরা
বুক বাঁধি সেই আশায়।

শতো কথার মাঝে আমি
কেন তোমায় ভুলি নাই,
প্রকৃতির সাথে বলবো কথা
তোমার দেখা চাই।