ভীষণ চাপে
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৮-০৩-২০২৩ ইং
জানো কি ভাই অফিস এখন
চলছে গরম ভাঁপে,
মজা লুটে ফজা মিয়া
গাদা ভীষণ চাপে।
এমন ভাবে ফজা মিয়ার
কেটে চলেছে দিন,
গাধা দেখে হেসে বলে
বাড়ছে তোমার ঋণ।
গাধা বলে ওরে বোকা
কর্ম করে চলা,
তোমার কাজতো পরের গীবত
বসের কাছে বলা।
চলছে তোমার সুখের সময়
বুঝবে হা-হুতাশে,
বাঘের গল্প শুনছনি ভাই
থাকবে না কেউ পাশে।
চোখ থাকিতে মূল্য বুঝো
পাবে আশার আলো,
দেহটাকে কাজে লাগাও
বলবে তোমায় ভালো।