শীত এসেছে
মোঃ বুলবুল হোসেন



শীত এসেছে শীত এসেছে
খোকা  নাচে মাঠে,
শীতের জামা কিনবে খোকা
বাবার সাথে হাটে।


শীত এসেছে মোদের বাড়ি
নতুন ধানের গোলায়,
খেজুর রসের পিঠা খেতে
আছি খেজুর তলায়।

শীতের রাতে খেতে মজা
গরম চিতই পিঠা,
নতুন ধানের পিঠা হবে
নতুন রসের মিঠা।

ঘাসের ডগায় শিশির বিন্দু
সিক্ত হলো সকাল,
মনের আকাশ রঙিন হলো
খোকার সুখে  বিকাল।