ভাষণ
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৭-০২-২০২২ ইং
ঝড়ে বক মরে ফকিরের
চলে কেরামতি,
ফান্দে পরে কান্দে বগা
এবার তার কি গতি।
সাঙ্গো পাঙ্গ আছে যারা
সবাই গেছে চলে ,
মুখের কথায় হয় কি চিড়া
মুরুব্বিরা বলে।
আকাশের চাঁদ এনে দিবে
বলেছেন নেতা ঠিক ,
কলা দেখিয়ে মুলা দেও
জনতা পায়না দিক।
মুখে মধু অন্তরে বিষ
নাম টি তার জগদীশ,
নীতি কথার ভাষণ দিয়ে
জনতা হয় যে কীশ।