বেদনার বালুচর
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৩-১০-২২ ইং
যে চোখেতে মন কেড়েছ
বিকেলের বৃষ্টিতে,
আজকে কেনো অশ্রু ঝরে
অপলক দৃষ্টিতে।
এই মনেতে তোমার জন্য
ছিলো ভালোবাসা,
ফুলের কলি ফুটে ছিলো
মনে নিয়ে আশা।
তুমি আজকে ভেসে গেছো
কোনো দুর নীলিমায়,
আধার কালো মেঘ জমেছে
আজ কোন হতাশায়।
বুকের মাঝেতে কষ্টের ঢেউ
কেন করে জ্বালাতন,
আমি বেদনার বালুচরে
বিরহে নির্যাতন।
আঁধার রাতে খুঁজে ফিরি
কেন তোমার দেখা নাই,
পথে পথে খুঁজে বেড়াই
যদি তোমার দেখা পাই।
শেষ বেলাতেও ভালোবাসি
তোমায় চিরতরে,
এমন করে তোমার প্রেমে
হয়তো যাবো মরে।