জগৎ বুকে বীরের মতো
চল রে তরুণ দল,
স্বজন প্রীতি স্বার্থ ফেলে
তরুণের মাঝে বল।
অন্ধকার কে ধ্বংস করে
তারুণ্য উড়িয়ে,
সত্যের শাসন জাগ্রত হোক
ক্ষমতা সরিয়ে।
নিজের স্বার্থে ফেলে তুমি
দর ও সমাজের হাল,
হিংসা ক্রোধে ভয় পেয়ো না
ধরো তুমি চাল।
পড়ে যাওয়া টেনে তুলো
বলবে সবাই বেশ,
পশুর স্বভাব ছেড়ে দিয়ে
এসো গড়ি দেশ।