রাগে রাগে জীবন আমার
হয়ে যাচ্ছে পাড়ি,
রাগে আমরা বুঝে গেছি
আর হবে না আড়ি।
রাগের মাথায় আমার প্রতি
নিলে যে প্রতিশোধ,
ভেবে দেখো তুমি এখন
রাগে আমার বাকরোধ।
সুখের জীবন ছিলো আমার
জীবন গেছে পুড়ে,
রাগে মানুষ ধ্বংস দেখি
বুঝতে পারো পরে।
তোমার রাগের কারন তুমি
হয়ে যাচ্ছ ধ্বংস,
আশে পাশে চেয়ে দেখো
তোমার নাই যে অংশ।
সমতায় পাবে ভালো কিছু
তর্কে বহু দূরে,
যাহা আছে তাতেই খুশি
তরী পাবে তীরে ।