টিয়া পাখি
মোঃ বুলবুল আহমেদ
তারিখঃ ০৫-০১-২০২২ ইং
টিয়া পাখি টিয়া পাখি
কোথায় তুমি যাও
আমার গাছের পাকা পেঁপে
মিষ্টি করে খাও।
দুপুর বেলায় বললে কিছু
আম গাছেতে যাও,
আমার বাড়ির ফলের দিকে
ফিরে ফিরে চাও।
আমার বাড়ির ফল গুলো কে
আমায় নাহি দাও,
একটা খেয়ে দশটা ফেলো
সাহস কোথায় পাও।
তোমায় যদি ধরে ফেলি
কেমনে খাবে ফাও,
বন্দী খাঁচায় ছটফট করবে
কাঁদবে তোমার ছাও।
বললাম তোমায় আর এসো না
আসলে তুমি তাও,
তোমার জন্য জাল ফেলেছে
এবার ঠেলা নাও।