আমি থাকবো না আর
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৩-০৮-২০২২
আমি থাকবো না আর
হয়তো একদিন হারিয়ে যাবো,
দিনের কোন এক প্রহরে
নয়তো কাক ডাকা ভোরে
হয়তো রাতে না হয় দুপুরে,
বলার মত সময় হবে না ব্যস্ত এই শহরে।
সেদিনও জোনাকিরা খেলা করবে
দূর আকাশে মিষ্টি চাঁদ উঠবে,
সূর্য তার নিজস্ব গতিতে দিবে আলো,
বাগানে সুগন্ধ ছড়াবে জুঁই, গোলাপ,
রাখল গরু নিয়ে মাঠে যাবে।
সেদিনও দখিনা হাওয়ায় শীতল হবে প্রাণ,
ঘরের চালে বাবুই পাখি গাইবে মিষ্টি গান
আমিও চলে যাব না ফেরার দেশে
হয়তো কেউ মনে করবে না আমারে,
হয়তো রয়ে যাব কিছু মানুষের অন্তরে।
তখন ও বটের ছায়াতলে বসবে হাঁট
চলবে গ্রামে পালা গান,
তখনো ও থাকবে দুঃখ বেদনার দিন,
সেদিনও পথিক হারাবে দূর অজানায়।
নদীও হারিয়ে যাবে আপন ঠিকানায়।
তখন ও হবে নেশার আড্ডা
তখনও পালন করা হবে ভালোবাসা দিবস,
কেউ ভালবেসে নিঃস্ব হবে
কেউ বা হবে রাজা,
হয়তো আমি সবই দেখব
বলতে পারবো না জগৎ সংসারে।
থেমে থাকবে না বাউলের সুর একতারা
হাওয়া ও চলবে তার নিজস্ব গতিতে
অবুঝ শিশু খেলা করবে
ধুলু দিয়ে উঠানের কোণে।
তখনো থাকবে মানুষের মাঝে দ্বন্দ্ব
ঘুনিপাড়া মোড়ে বসবে চায়ের আড্ডা।
চলবে সাহিত্য নিয়ে আলোচনা।
আমি থাকবো না আর এই ভবের মায়ায় পড়ে।
ভাবতে আমার অবাক লাগে ,
এই নদী-নালা, খাল - বিল সবই থাকবে
শুধু থাকবো না আমি এই জগত সংসারে।