তাল গাছেতে বড়া
মোঃ বুলবুল হোসেন
আমের ডালে জামের ডালে
ঝুলে কত ছড়া,
ঘরের পিছে তাল গাছেতে
মিষ্টি তালের বড়া।
বলতো দাদা তালের পাতায়
লিখছি কত লেখা,
দাদার মুখে শুনছি শুধু
হলো না আর দেখা।
আমার দাদু গল্প বলে
ডালিম গাছে আতা,
নিমের গাছে আঙ্গুর হতো
মিষ্টি নিমের পাতা।
মাটির নিচে কাঁঠাল ফলে
দাদুর মুখে ছড়া,
কচুর পাতায় পানি থাকে
তাল গাছেতে বড়া।
কল্প কথার মজার ছড়া
বইয়ের পাতায় লেখা,
তাল গাছেতে তালের বড়া
যায়না কবু দেখা।