ঢেউয়ের তালে
মোঃ বুলবুল হোসেন
চারিদিকে মৃদ হওয়া
ঢেউয়ের তালে নৌকা বাওয়া
মাঝির নৌকা চলে।
রোদে বৃষ্টি খেলা করে
নীল আকাশের তলে।
বিকেল বেলায় বিলের তীরে
ফুলের ছোঁয়ায় নৌকার ভীড়ে
পাগল-মাঝির গানে,
ঢেউয়ের তালে নৃত্য করে
দোলা লাগে পানে।
সাদা-কালো মেঘের সারি
দূর আকাশে উজ্জ্বল ভারি
মেঘ বালিকা ভাসে।
বিলের জলে পদ্ম ফুটে
সূর্য মামা হাসে।
বিলের ধারে আমার বাড়ি
এই সৌন্দর্যে নজর কাড়ি
মায়ার বাঁধন ঘেরা,
শীতল বাতাস বাঁশ বাগানে
মোদের গ্রামটি সেরা।