তেল
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৬-০৩-২০২২ ইং
এক ফোটা তেল অনেক দামি
হিসাব কষি বাসায়,
তেলের বোতল দেখবে শুধু
পরের দিনের আশায়।
তেলের বোতল ধরবে যখন
বউকে ধমক মারে,
ভর্তা ভাজি তরকারিতে
এক ফোটা তেল ছাড়ে।
খাবার খেতে বসি যখন
চেয়ে থাকি তেলে,
রাগের মাথায় বউটা বলে
তোমায় যাবো ফেলে।